গত মৌসুমে ক্লাবটিতে যোগ দিয়েছিলেন এমবাপে। তখন মদ্রিচের প্রতি সম্মান দেখিয়ে ৯ নম্বর জার্সি পরতে রাজি হন তিনি, যেটি আগে করিম বেনজেমা পরে খেলেছেন। তবে ৯ নম্বর জার্সি গায়েও রিয়ালের হয়ে রেকর্ড ৪৪ গোল করে চমকে দিয়েছিলেন এই ২৬ বছর বয়সী তারকা। মোনাকো এবং ফ্রান্স জাতীয় দলে নিয়মিত ১০ নম্বর পরে খেলা এমবাপে এবার ক্লাব ও দেশের জার্সি নম্বরে একসূত্রে বাঁধা পড়তে যাচ্ছেন।
যদিও শোনা যাচ্ছিল, তরুণ মিডফিল্ডার আরদা গুলারও ১০ নম্বর জার্সি পাওয়ার দৌড়ে ছিলেন, তবে ESPN-এর এক রিপোর্টে বলা হয়েছে, মদ্রিচ বিদায় নিলেই এই জার্সি এমবাপের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত ছিল রিয়াল বোর্ডের আগেই নেওয়া। মদ্রিচ যদি চুক্তি নবায়ন করতেন, তাহলে হয়তো এমবাপেকে আরও এক মৌসুম অপেক্ষা করতে হতো।
মদ্রিচ রিয়ালের হয়ে ১৩ বছরের ক্যারিয়ারে আট বছর ১০ নম্বর পরে খেলেছেন, এবং এই সময়ে ২৮টি ট্রফি জিতে ক্লাব ইতিহাসে সর্বাধিক ট্রফি জেতা খেলোয়াড়ে পরিণত হয়েছেন। তাই এই জার্সির ইতিহাস ও সম্মান রক্ষার দায়িত্ব এবার এমবাপের কাঁধে। গত মৌসুমে ব্যক্তিগতভাবে পিচিচি ট্রফি ও ইউরোপীয় গোল্ডেন বুট জিতলেও কোনো বড় ট্রফি জেতাতে পারেননি ক্লাবকে। এবার কিংবদন্তি এই জার্সি গায়ে চাপিয়ে তিনি নিশ্চয়ই ট্রফি খরা কাটানোর দিকে মন দেবেন।