গত মঙ্গলবার শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে অভিষেক হয় হামজা চৌধুরীর। নিঃসন্দেহে ম্যাচের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন তিনি। তার দারুণ পারফরম্যান্সেই শক্তিশালী ভারতের বিপক্ষে ড্র করতে সক্ষম হয় বাংলাদেশ।
বৃহস্পতিবার সকালে ম্যানচেস্টারের ফ্লাইট ধরার আগে বাংলাদেশকে ধন্যবাদ জানান হামজা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল পেজে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেন— "এটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা আমি বোঝাতে পারব না। ধন্যবাদ, ইনশাআল্লাহ, আমি জুনে ফিরে আসব। আমার সুস্থতার জন্য দোয়া করবেন।"
জুনে আবার ফিরবেন হামজা
বাংলাদেশের পরবর্তী এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ ১০ জুন, প্রতিপক্ষ সিঙ্গাপুর।
সে ম্যাচেই লাল-সবুজের জার্সি গায়ে ফের মাঠে নামবেন এই ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা।