আসন্ন প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে ১০ আগস্ট স্পেনের ইউডি আলমেরিয়া স্টেডিয়ামে ম্যাচ খেলবে আল নাসর। দক্ষিণ স্পেনের এই মাঠটিও রোনালদোর জন্য অচেনা নয়—রিয়াল মাদ্রিদের জার্সিতে এই মাঠে চার ম্যাচে চার গোল করেছেন তিনি। সর্বশেষ ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইউরোপা লিগে স্পেনে খেলেছিলেন রোনালদো।
ফলে দীর্ঘ বিরতির পর আবার তাকে স্পেনের মাঠে দেখতে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত তার স্প্যানিশ ভক্তরা। আল নাসর যদিও ফিফা ক্লাব বিশ্বকাপে জায়গা পায়নি, তবে ক্লাবটি অস্ট্রিয়া, ইংল্যান্ড ও স্পেনে টানা প্রস্তুতি ম্যাচের সূচি ঠিক করেছে।
এদিকে ক্লাবটি রোনালদোর সঙ্গে আরও দুই বছরের চুক্তি বাড়িয়েছে এবং তার স্বদেশী জোয়াও ফেলিক্সকেও দলে ভিড়িয়েছে। ৫৮.৭ মিলিয়ন ডলারের এই চুক্তি রোনালদোর সঙ্গে আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।