পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতার পর কলউইল বলেন,
“এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ট্রফি। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও বড় প্রতিযোগিতায় পরিণত হবে।”
যেখানে বিশ্লেষকরা বলছেন, ফাঁকা গ্যালারি, শীতল আবহাওয়া ও বিপুল বাণিজ্যিকীকরণ এই আসরকে প্রশ্নবিদ্ধ করেছে, সেখানে ৮১ হাজার দর্শকের সামনে জয় পাওয়া চেলসি ডিফেন্ডারের আত্মবিশ্বাস দেখার মতো।
২০২৪-২৫ মৌসুমে ক্লাব বিশ্বকাপ ও কনফারেন্স লিগ মিলিয়ে দুটি শিরোপা ঘরে তুলেছে এঞ্জো মারেস্কার দল। আর এই ধারায় সামনে আরও সাফল্য চান কলউইল,
“প্রতিযোগিতা শুরুর সময় বলেছিলাম, আমরা শিরোপা জিততে এসেছি। তখন অনেকে আমার দিকে পাগলের মতো তাকিয়েছিল। এখন বলছি, সামনে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতার পালা।”
ফিফার পরিকল্পনায় যতই বিতর্ক থাক, কলউইলের মতো তরুণ ফুটবলারদের দৃষ্টিতে এই টুর্নামেন্ট "ভবিষ্যতের মহাযুদ্ধ" হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পথে এগোচ্ছে।