গত ৩ জুলাই স্পেনের জামোরার কাছে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান লিভারপুলের হয়ে খেলা এই তারকা এবং তার ভাই আন্দ্রে সিলভা। তাদের অকাল মৃত্যুতে ফুটবল বিশ্বে নেমে আসে শোকের ছায়া।
উলভসের হয়ে তিনটি সফল মৌসুম কাটিয়েছিলেন জোতা। ২০১৮ সালে ক্লাবটিকে প্রিমিয়ার লিগে ফিরিয়ে আনার পথে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তিনি খেলেছেন ১৩১ ম্যাচ, গোল করেছেন ৪৪টি। ২০২০ সালে বড় অঙ্কের ট্রান্সফার ফিতে লিভারপুলে যোগ দেন তিনি।
উলভসের ফুটবল প্রশাসনের পরিচালক ম্যাট ওয়াইল্ড বলেন, “দিয়োগো কেবল অসাধারণ এক ফুটবলারই ছিলেন না, ব্যক্তিত্বেও ছিলেন অসাধারণ। ক্লাবে থাকা পুরো সময়জুড়ে তিনি বিনয়ী ও মানবিক হিসেবে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।”
ক্লাবের হল অব ফেমের চেয়ারম্যান জন রিচার্ডস জানান, “এই দুর্ঘটনা আমাদের সবার জন্য গভীর শোক ও অবিশ্বাসের অনুভূতি তৈরি করেছে। দিয়োগোর প্রতি সম্মান জানাতে আমরা দ্রুত সিদ্ধান্ত নিই তাকে হল অব ফেমে অন্তর্ভুক্ত করার।”
উলভস জানিয়েছে, সেলতা ভিগোর বিপক্ষে প্রাক-মৌসুমের শেষ ম্যাচ এবং ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে জোতা ও তার ভাইয়ের স্মরণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠিত উলভসের হল অব ফেমে এর আগে বিলি রাইট, ডেরেক ডগান ও স্টিভ বুলের মতো কিংবদন্তিরা জায়গা পেয়েছেন।