বলা হচ্ছে, স্পেনের প্রতিবন্ধী অধিকার আইন অনুযায়ী, এমন কোনো প্রদর্শনী নিষিদ্ধ যেখানে প্রতিবন্ধীদের ছোট করে দেখা হয় বা অবমাননা করা হয়। সেই আইন লঙ্ঘন হয়েছে বলেই দাবি করছে মন্ত্রণালয়। তারা বিষয়টি স্পেনের পাবলিক প্রসিকিউটর, অম্বাডসম্যান ও হেট ক্রাইম ইউনিটকে তদন্তের জন্য পাঠিয়েছে।
তবে উল্টো অবস্থানে রয়েছে খর্বাকৃতির অধিকার রক্ষায় কাজ করা একটি সংগঠন। তারা বলছে, বিষয়টিকে অপ্রয়োজনে জটিল করা হচ্ছে। একইসঙ্গে এটিকে আইন ও নৈতিকতা বিরুদ্ধ বলে নিন্দা জানিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে তারা।
অন্যদিকে ইয়ামালের জন্মদিনে অংশ নেওয়া এক পারফর্মার পরিচয় গোপন রেখে স্থানীয় একটি গণমাধ্যমে বলেছেন,
“আমরা আমাদের কাজ করেছি, সবাই সম্মান দিয়েছে। এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না। শুধু এটা ইয়ামালের পার্টি বলেই এত আলোচনা।”
সব মিলিয়ে ইয়ামালের ব্যক্তিগত উদযাপন এখন পরিণত হয়েছে এক জাতীয় বিতর্কে—যেখানে বিনোদন, নৈতিকতা ও আইন একে অন্যের মুখোমুখি।