রোববার চীনের দাজহুতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করে তারা। ম্যাচে হ্যাটট্রিক করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন আইরিন আক্তার।
এটাই ছিল বাংলাদেশের মেয়েদের প্রথম কোনো আন্তর্জাতিক এশিয়া কাপ হকি টুর্নামেন্ট। শুরুর ম্যাচে শক্তিশালী জাপানের কাছে ১১-০ গোলে হারের পর দ্রুতই ঘুরে দাঁড়ায় দলটি। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ ও তৃতীয় ম্যাচে হংকংকে একই ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় তারা।
শেষ চারে চীনের বিপক্ষে ৯-০ গোলে হেরে গেলেও কাজাখস্তানের সঙ্গে ২-২ ড্র করে পায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলার সুযোগ, আর সেখানেই আসে ঐতিহাসিক জয়।
মেয়েদের এই সাফল্যের দিনে হতাশ করেছে ছেলেরা। মালয়েশিয়ার কাছে ৫-২ গোলে হেরে চতুর্থ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে তারা। যদিও টুর্নামেন্টের শুরুটা দারুণ হয়েছিল ছেলেদের, হংকংকে হারিয়ে। তবে সেমিফাইনালে তারা ৬-৪ গোলে হেরে যায় জাপানের কাছে।
প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়েই এমন সাফল্য বাংলাদেশ নারী হকি দলের জন্য ভবিষ্যতের পথকে আরও উজ্জ্বল করে তুললো।