রোববার স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান।
তিনি বলেন, "আমরা ভবিষ্যতে কোন বিরতি ছাডাই হকি চালাতে চাই এবং এটি সেই লক্ষ্যের দিকে এটি প্রথম পদক্ষেপ, আমরা পৃষ্ঠপোষক হিসাবে এগিয়ে আসার জন্য প্যারাগন গ্রুপকে ধন্যবাদ জানাই।"
খেলোয়াড় কল্যাণে বিশেষ উদ্যোগ
টুর্নামেন্টে প্রাক্তন জাতীয় ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে গঠিত হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ অংশ নিচ্ছে। ক্লাবগুলো প্রস্তুতির অভাবে খেলতে না পারলেও এই উদ্যোগে ফেডারেশন আশাবাদী।
টুর্নামেন্টের বিবরণ
স্থান: মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম
উদ্বোধনী ম্যাচ: সোমবার দুপুর ২:১৫ টায়
আয়োজক: বাংলাদেশ হকি ফেডারেশন
পৃষ্ঠপোষক: প্যারাগন গ্রুপ