শুরুতেই শার্দুল ঠাকুরের ঝলক, প্রথম ওভারেই তুলে নেন জ্যাক ফ্রেসার-ম্যাকার্গ (১) ও অভিষেক পুরেল (০)-এর উইকেট। এরপর স্যামির রিজভিও (৪) ফিরলে ৭ রানে ৩ উইকেট হারায় দিল্লি।
চাপে পড়ে যাওয়া দলকে টেনে তোলার চেষ্টা করেন ফাফ ডু প্লেসি (১৮ বলে ২৯) ও অক্ষর প্যাটেল (১১ বলে ২২)। তবে তারা বেশিক্ষণ টিকতে পারেননি।
এরপর ত্রিস্তান স্টাবস (২২ বলে ৩৪) ও আশুতোষ শর্মা মিলে জুটি গড়েন, যোগ করেন ৪৮ রান। পরে ভিপরাজ নিগম (১৫ বলে ৩৯) দুর্দান্ত সঙ্গ দেন আশুতোষকে। শেষ পর্যন্ত ৯ বলে ১৮ রান দরকার থাকা অবস্থায় আশুতোষ ম্যাচ শেষ করেন মাত্র ৩ বল বাকি থাকতে।
টস হেরে ব্যাট করতে নেমে এইডেন মার্করাম (৭২ রান, ৩৬ বল) ও নিকোলাস পুরান (৭৫ রান, ৩০ বল) এর দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেটে ২০৯ রানের বিশাল সংগ্রহ গড়ে লখনৌ। শেষ দিকে ডেভিড মিলার ১৯ বলে ২৭ রান যোগ করেন।
দিল্লির পক্ষে মিচেল স্টার্ক ৩টি ও কুলদিপ যাদব ২টি উইকেট নেন।