অস্ট্রেলিয়ার ব্যাটিং ঝড়ে বিধ্বস্ত প্রোটিয়া শিবির
সিরিজ আগেই নিশ্চিত থাকায় হোয়াইটওয়াশের সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার সামনে। কিন্তু শেষ ওয়ানডেতে রোববার ম্যাকাইয়ে তারা মুখ থুবড়ে পড়ল ভয়ংকর অস্ট্রেলিয়ার কাছে। ব্যাট-বলে দানবীয় পারফরম্যান্সে ২৭৬ রানের বিশাল জয় তুলে নিল অজিরা।প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৪৩১ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। জবাবে ২৪.৫ ওভারের মধ্যেই অলআউট হয় প্রোটিয়ারা, সংগ্রহ ১৫৫ রান।
এই ম্যাচে হলো বেশ কিছু রেকর্ড:
- অজিদের প্রথম তিন ব্যাটার সেঞ্চুরি: ট্রাভিস হেড (১৪২), মিচেল মার্শ (১০০) ও ক্যামেরন গ্রিন (১১৮)। ওয়ানডেতে ইতিহাসে দ্বিতীয়বার এক ইনিংসে প্রথম তিন ব্যাটারের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার জন্য প্রথম।
- ২৫০ রানের উদ্বোধনী জুটি: হেড ও মার্শ মিলে গড়েন আড়াইশ রানের পার্টনারশিপ, ওয়ানডেতে অজিদের পঞ্চম এমন কীর্তি।
- বিস্ফোরক গ্রিন: মাত্র ৪৭ বলে শতক পূর্ণ করেন ক্যামেরন গ্রিন, যা অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে দ্বিতীয় দ্রুততম।
- ছক্কার বৃষ্টি: অজিরা হাঁকায় ১৮ ছক্কা, যা প্রোটিয়াদের বিপক্ষে কোনো ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ।
- দলীয় সংগ্রহের রেকর্ড: ৪৩১ রান অস্ট্রেলিয়ার ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে আছে ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা ৪৩৪।
- প্রোটিয়াদের সবচেয়ে বড় হার: রানের হিসাবে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ইতিহাসে এটিই সবচেয়ে বড় পরাজয় (২৭৬ রান)।
- অজিদের দ্বিতীয় বৃহত্তম জয়: ওয়ানডেতে রানের হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয় এটি। ২০২৩ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩০৯ রানে জিতেছিল তারা।
- কনোলির ম্যাজিক: মাত্র ২২ রানে ৫ উইকেট নিয়ে নতুন ইতিহাস গড়লেন কুপার কনোলি। ২২ বছর ২ দিনে তিনি হয়ে গেলেন ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ ৫ উইকেট শিকারি।
সম্পর্কিত পোস্ট
আট দল, ২০ দিন, ১৯ ম্যাচ—এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শুরু মঙ্গলবার
দুই বছর পর ফের জমে উঠছে এশিয়ার ক্রিকেট উৎসব—এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবু ধাবির মাঠে আগামী মঙ্গলবার থেকে শুরু হবে শ্রেষ্ঠত্বের এই লড়াই, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আসরটি হবে সম্পূর্ণ টি-টোয়েন্টি ফরম্যাটে, সামনে থাকা ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে।
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা-আফগানিস্তানকে নিয়ে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড়সড় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। নভেম্বর মাসে নিজেদের মাঠে আয়োজন করতে যাচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ, যেখানে অংশ নেবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। রোববার এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, আসন্ন সিরিজটি দলগুলোর জন্য হবে বিশ্বকাপ-পূর্ব মহড়া।
বোলিং পরীক্ষায় উত্তীর্ণ প্রোটিয়া স্পিনার
অবশেষে বোলিং অ্যাকশন নিয়ে আর কোনো বাঁধা রইল না প্রেনেলান সুব্রায়েনের সামনে। আন্তর্জাতিকসহ সব ধরনের ক্রিকেটে বোলিং করার ছাড়পত্র দিয়েছেন আইসিসি।
টানা তিন সিরিজ জিতে এবার এশিয়া কাপে চ্যালেঞ্জ লাল-সবুজের
এশিয়া কাপে ফাইনালে উঠেছে তিনবার, কিন্তু কখনোই ট্রফি হাতে ওঠেনি। সেই অপূর্ণ স্বপ্ন পূরণেই এবার নামছে বাংলাদেশ। আর দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক লিটন কুমার দাস। সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেওয়ার আগে সমর্থকদের কাছে আশীর্বাদ চেয়ে জানালেন স্পষ্ট বার্তা—“চূড়ান্ত লক্ষ্য ট্রফি জয়।”
হারমান ভাইদের ঝড়ো ব্যাটিং—তিন ম্যাচে ৪ সেঞ্চুরি!
ক্রিকেট বিশ্বে একসঙ্গে দুই ভাইয়ের খেলার দৃশ্য নতুন নয়, তবে দক্ষিণ আফ্রিকার রুবিন হারমান ও জর্ডান হারমান নিজেদের ব্যাটে এনেছেন অন্য মাত্রা। নিউ জিল্যান্ড ‘এ’-র বিপক্ষে তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজে দুজন মিলে হাঁকালেন চারটি সেঞ্চুরি, হয়ে উঠলেন সিরিজজয়ের নায়ক।
বৃষ্টি-বিদ্যুৎ বিভ্রাটে শেষ ম্যাচ পরিত্যক্ত
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একের পর এক বাধায় পরিত্যক্ত হলো বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। শুরুতে বিদ্যুৎ বিভ্রাট, এরপর বৃষ্টি—মাঝে খেলা এগোলেও শেষ পর্যন্ত আর মাঠে ফেরা সম্ভব হয়নি। ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় টাইগাররা।
পাকিস্তানকে ১৮ রানে হারাল আফগানিস্তান
শারজাহর মাঠে আফগানিস্তান আবারও প্রমাণ করল তারা টি-টোয়েন্টিতে কতটা ভয়ঙ্কর। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে শুরু করা দলটি ফিরতি লড়াইয়ে দারুণ প্রতিশোধ নিল। ব্যাট হাতে ইব্রাহিম জাদরান (৬৫) ও সেদিকউল্লাহ আতাল (৬৪) গড়ে তুললেন ১১৩ রানের জুটি, আর বল হাতে ঝলক দেখালেন ফারুকি, মোহাম্মদ নবি ও রাশিদ খান। তাদের সম্মিলিত নৈপুণ্যে আফগানিস্তান পেল ১৮ রানের দাপুটে জয়।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের পাওয়ার হিটার আসিফ আলি
পাওয়ার হিটারের খ্যাতি নিয়েই পাকিস্তান দলে জায়গা করে নিয়েছিলেন আসিফ আলি। অনুশীলনে প্রতিদিন ১০০ থেকে ১৫০ ছক্কা হাঁকানোর কথা বলে একসময় আলোচনায় এসেছিলেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সেই ছক্কার ঝড় খুব একটা দেখা যায়নি। এবার সেই ব্যাটার জানালেন বিদায়ের বার্তা।