আগামী ৭ সেপ্টেম্বর পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে জাপান। আগের আসরে (২০২২) ষষ্ঠ হয়েছিল বাংলাদেশ। এবার যদি জাপানকে হারাতে পারে, তবে সরাসরি বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট পাবে তারা। তবে ম্যাচে হারলেও সুযোগ থাকবে—সেক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে-অফ সিরিজ জিততে হবে। নিরাপত্তাজনিত কারণে এবারের আসর থেকে নাম প্রত্যাহার করা পাকিস্তানের বিপক্ষে জয় নিশ্চিত করলে বিশ্বকাপের বাছাইপর্বে জায়গা নিশ্চিত হবে বাংলাদেশের।
কাজাখস্তানের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ম্যাচের ১০ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল ইসলাম। ২৩ মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথমার্ধের শেষ মুহূর্তে ওপেন প্লে থেকে গোল করে ব্যবধান বাড়ান রোমান সরকার। বিরতির পর মাত্র তিন মিনিটের মাথায় আরেকটি পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনিই। এরপর ৩৪ মিনিটে ওপেন প্লে থেকে গোল করে স্কোরলাইন ৫-০ করেন তায়েব আলী।
৩৮ মিনিটে কাজাখস্তানের আলতিনবেক আইতকালিয়েভ একটি গোল শোধ করলেও সেটি ছিল সান্ত্বনার বেশি কিছু নয়। উল্লেখ্য, গত এপ্রিলে ইন্দোনেশিয়ায় এএইচএফ কাপে একই প্রতিপক্ষকে দুইবার (৩-০ ও ৫-১) হারিয়েছিল বাংলাদেশ। ছয় মাসের ব্যবধানে আবারও বড় ব্যবধানে হারিয়ে দিল কাজাখস্তানকে।
বাংলাদেশ হকি দলের জন্য এবারের এশিয়া কাপ শেষ হলো হতাশার সুরে। ষষ্ঠ স্থান নিয়ে বিদায় নিতে হয়েছে লাল-সবুজদের। ভারতের বিহারে অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ভরাডুবি করেছে জাপানের বিপক্ষে, হেরেছে ৬-১ গোলে—যা তাদের এই আসরের সবচেয়ে বড় ব্যবধানের পরাজয়। ম্যাচে জাপানের রিওসুকে শিনোহারা হ্যাটট্রিক করে বাংলাদেশকে একেবারেই চাপের মুখে ফেলে দেন।
এশিয়া কাপ হকির গ্রুপপর্বে একের পর এক বড় হারের কষ্ট নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। আগের ম্যাচগুলোতেই মালয়েশিয়া ও চাইনিজ তাইপের বিপক্ষে ব্যর্থতার পর শেষ ম্যাচে আরও শক্তিশালী প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় লাল–সবুজ। কিন্তু ভাগ্য পরিবর্তনের বদলে এবারও একই পরিণতি—বড় ব্যবধানের হার।
নারী অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে অভিষেকেই দারুণ কীর্তি গড়েছে বাংলাদেশ। শক্ত প্রতিপক্ষদের হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছে লাল-সবুজের মেয়েরা।
এশিয়া কাপ হকির মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিতে না পারলেও পরিস্থিতির নাটকীয় মোড় বাংলাদেশ দলের জন্য আশার আলো হয়ে উঠেছে। ভারত-পাকিস্তানের চলমান রাজনৈতিক টানাপোড়েনের জেরে এবার পাকিস্তান যদি মূলপর্বে না খেলতে পারে, তাহলে সেই শূন্যস্থান পূরণে সবচেয়ে উপযুক্ত দল হতে পারে বাংলাদেশ।
আসন্ন এএইচএফ কাপে শিরোপা ধরে রাখার মিশনে নামছে বাংলাদেশ হকি দল। তবে এবার লক্ষ্য শুধু ট্রফি নয়, বরং পরবর্তী এশিয়া কাপে জায়গা করে নেওয়াও। আর সেই মিশনে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে পেনাল্টি কর্নারকে দেখছেন নতুন অধিনায়ক পুষ্কর খিসা মিমো।
নারী হকিতে যেনো রীতিমতো গোলবন্যা বইয়ে দিল বিকেএসপির মেয়েরা। ব্র্যাক ব্যাংক নারী ডেভেলপমেন্ট কাপ হকির চ্যাম্পিয়ন হয়েছে তারা। ফাইনালে কিশোরগঞ্জকে ৮-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা ঘরে তোলে বিকেএসপি।
দীর্ঘ ১০ বছর পর জাতীয় হকি দলে প্রধান কোচ হিসেবে ফিরলেন মামুনুর রশিদ। বাংলাদেশ হকি ফেডারেশন আগামী এপ্রিলে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের জন্য তাকে দায়িত্ব দিয়েছে।