এই হার বাংলাদেশকে আরও কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়েছে। আগামী বছরের হকি বিশ্বকাপে জায়গা করে নিতে হলে বাছাইপর্বে পাকিস্তানের বিপক্ষে ‘বেস্ট অব থ্রি ম্যাচ সিরিজ’ খেলতে হবে। ধারণা করা হচ্ছে, সিরিজটি আগামী অক্টোবরেই ঢাকায় আয়োজন করা হবে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও মেলেনি।
জাপানের বিপক্ষে এশিয়া কাপে প্রথমবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে অতীতে তাদের বিপক্ষে লাল-সবুজদের রেকর্ড ভালো নয়। ২০২১ সালের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫-০ এবং ২০২৩ সালের হাংঝু এশিয়ান গেমসে ৭-২ গোলে হেরেছিল বাংলাদেশ। এবারও তার ব্যতিক্রম হলো না।
পুরো আসরে বাংলাদেশ মোট পাঁচ ম্যাচ খেলেছে। এর মধ্যে হেরেছে মালয়েশিয়ার কাছে ৪-১, দক্ষিণ কোরিয়ার কাছে ৫-১ এবং জাপানের কাছে ৬-১ ব্যবধানে। জয় এসেছে চাইনিজ তাইপের বিপক্ষে ৮-২ এবং কাজাখস্তানের বিপক্ষে ৫-১ ব্যবধানে। টানা তৃতীয়বারের মতো ষষ্ঠ স্থান অর্জন করে তারা প্রমাণ করেছে, এশিয়া কাপে পারফরম্যান্সে স্থিতিশীলতা থাকলেও উন্নতির ধারা এখনও ধরা দিচ্ছে না। উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের প্রতিযোগিতায় পাকিস্তান ও ওমান অংশ নেয়নি।
রাজগিরে চলমান এশিয়া কাপ হকিতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ দল। কাজাখস্তানের বিপক্ষে ৫-১ গোলের ব্যবধানে জিতে লাল-সবুজরা নিশ্চিত করেছে অন্তত ষষ্ঠ স্থান। এ সাফল্যের মধ্য দিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল ফাইনাল হকি বিশ্বকাপ বাছাইপর্বে খেলার আশা।
এশিয়া কাপ হকির গ্রুপপর্বে একের পর এক বড় হারের কষ্ট নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। আগের ম্যাচগুলোতেই মালয়েশিয়া ও চাইনিজ তাইপের বিপক্ষে ব্যর্থতার পর শেষ ম্যাচে আরও শক্তিশালী প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় লাল–সবুজ। কিন্তু ভাগ্য পরিবর্তনের বদলে এবারও একই পরিণতি—বড় ব্যবধানের হার।
নারী অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে অভিষেকেই দারুণ কীর্তি গড়েছে বাংলাদেশ। শক্ত প্রতিপক্ষদের হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছে লাল-সবুজের মেয়েরা।
এশিয়া কাপ হকির মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিতে না পারলেও পরিস্থিতির নাটকীয় মোড় বাংলাদেশ দলের জন্য আশার আলো হয়ে উঠেছে। ভারত-পাকিস্তানের চলমান রাজনৈতিক টানাপোড়েনের জেরে এবার পাকিস্তান যদি মূলপর্বে না খেলতে পারে, তাহলে সেই শূন্যস্থান পূরণে সবচেয়ে উপযুক্ত দল হতে পারে বাংলাদেশ।
আসন্ন এএইচএফ কাপে শিরোপা ধরে রাখার মিশনে নামছে বাংলাদেশ হকি দল। তবে এবার লক্ষ্য শুধু ট্রফি নয়, বরং পরবর্তী এশিয়া কাপে জায়গা করে নেওয়াও। আর সেই মিশনে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে পেনাল্টি কর্নারকে দেখছেন নতুন অধিনায়ক পুষ্কর খিসা মিমো।
নারী হকিতে যেনো রীতিমতো গোলবন্যা বইয়ে দিল বিকেএসপির মেয়েরা। ব্র্যাক ব্যাংক নারী ডেভেলপমেন্ট কাপ হকির চ্যাম্পিয়ন হয়েছে তারা। ফাইনালে কিশোরগঞ্জকে ৮-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা ঘরে তোলে বিকেএসপি।
দীর্ঘ ১০ বছর পর জাতীয় হকি দলে প্রধান কোচ হিসেবে ফিরলেন মামুনুর রশিদ। বাংলাদেশ হকি ফেডারেশন আগামী এপ্রিলে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের জন্য তাকে দায়িত্ব দিয়েছে।