এবারের জুনিয়র এশিয়া কাপ মূলত বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে এশিয়া থেকে মোট সাতটি দেশ আগামী বছর ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত জুনিয়র হকি বিশ্বকাপে জায়গা করে নেবে। স্বাগতিক দেশ ভারত সরাসরি খেলবে, তাই এশিয়া থেকে বাকি ৬টি দেশ এই আসরে প্রতিযোগিতা করছে।
বাংলাদেশের দল ‘পুল-বি’তে অবস্থান করছে, যেখানে তারা প্রথম ম্যাচে ওমানকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল। কিন্তু পরবর্তী ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে যাওয়ায় শঙ্কা তৈরি হয়েছিল। তবে মালয়েশিয়ার বিপক্ষে ড্র করে বাংলাদেশের কোচ মওদুদুর রহমান শুভ দারুণ আশাবাদী।
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখলেও, প্রথম মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে থেমে না থেকে দ্বিতীয় কোয়ার্টারে আমিরুলের পিসি গোলে সমতায় ফেরে তারা। এরপর তৃতীয় কোয়ার্টারে রকির ফিল্ড গোলের মাধ্যমে লিড নেয় বাংলাদেশ। কিন্তু শেষ কোয়ার্টারে মালয়েশিয়া পেনাল্টি কর্নারে গোল করে ম্যাচে সমতা আনে। শেষ পর্যন্ত গোলের কোনো পরিবর্তন না ঘটলে ২-২ ড্র করে ম্যাচটি শেষ হয়।
ম্যাচের পর বাংলাদেশের গোলকিপার মো. নয়নকে ম্যাচ সেরা হিসেবে নির্বাচিত করা হয়, যিনি দুর্দান্ত গোলকিপিং করে বাংলাদেশকে হারের হাত থেকে রক্ষা করেন। বাংলাদেশের কোচ মওদুদুর রহমান শুভ জানিয়েছেন, ‘‘ছেলেরা ভালো খেলেছে। আমাদের লক্ষ্য এখন চীনের সাথে ভালো খেলা। ম্যাচটা জিততে পারলে আমরা বিশ্বকাপের খুব কাছাকাছি চলে যাবো। তাই ওই ম্যাচটা নিয়ে ভাবছি আমরা। দলের সাবাই ভালো অবস্থায় রয়েছে, ফিট রয়েছে। আশা করি ভালো কিছু হবে।’’
গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা চীনের সাথে আগামী রোববার (আগামীকাল) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। চীনের সাথে ভালো ফল পাওয়ার মাধ্যমে বাংলাদেশ বিশ্বকাপের স্বপ্ন পূরণের দিকে আরও একধাপ এগিয়ে যেতে পারে।
পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১৩, ১৪ ও ১৬ নভেম্বর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সিরিজ। জয়ী দল সুযোগ পাবে মূল বাছাইপর্বে খেলার।
বাংলাদেশ হকি দলের জন্য এবারের এশিয়া কাপ শেষ হলো হতাশার সুরে। ষষ্ঠ স্থান নিয়ে বিদায় নিতে হয়েছে লাল-সবুজদের। ভারতের বিহারে অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ভরাডুবি করেছে জাপানের বিপক্ষে, হেরেছে ৬-১ গোলে—যা তাদের এই আসরের সবচেয়ে বড় ব্যবধানের পরাজয়। ম্যাচে জাপানের রিওসুকে শিনোহারা হ্যাটট্রিক করে বাংলাদেশকে একেবারেই চাপের মুখে ফেলে দেন।
রাজগিরে চলমান এশিয়া কাপ হকিতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ দল। কাজাখস্তানের বিপক্ষে ৫-১ গোলের ব্যবধানে জিতে লাল-সবুজরা নিশ্চিত করেছে অন্তত ষষ্ঠ স্থান। এ সাফল্যের মধ্য দিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল ফাইনাল হকি বিশ্বকাপ বাছাইপর্বে খেলার আশা।
এশিয়া কাপ হকির গ্রুপপর্বে একের পর এক বড় হারের কষ্ট নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। আগের ম্যাচগুলোতেই মালয়েশিয়া ও চাইনিজ তাইপের বিপক্ষে ব্যর্থতার পর শেষ ম্যাচে আরও শক্তিশালী প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় লাল–সবুজ। কিন্তু ভাগ্য পরিবর্তনের বদলে এবারও একই পরিণতি—বড় ব্যবধানের হার।
নারী অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে অভিষেকেই দারুণ কীর্তি গড়েছে বাংলাদেশ। শক্ত প্রতিপক্ষদের হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছে লাল-সবুজের মেয়েরা।
এশিয়া কাপ হকির মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিতে না পারলেও পরিস্থিতির নাটকীয় মোড় বাংলাদেশ দলের জন্য আশার আলো হয়ে উঠেছে। ভারত-পাকিস্তানের চলমান রাজনৈতিক টানাপোড়েনের জেরে এবার পাকিস্তান যদি মূলপর্বে না খেলতে পারে, তাহলে সেই শূন্যস্থান পূরণে সবচেয়ে উপযুক্ত দল হতে পারে বাংলাদেশ।
আসন্ন এএইচএফ কাপে শিরোপা ধরে রাখার মিশনে নামছে বাংলাদেশ হকি দল। তবে এবার লক্ষ্য শুধু ট্রফি নয়, বরং পরবর্তী এশিয়া কাপে জায়গা করে নেওয়াও। আর সেই মিশনে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে পেনাল্টি কর্নারকে দেখছেন নতুন অধিনায়ক পুষ্কর খিসা মিমো।
নারী হকিতে যেনো রীতিমতো গোলবন্যা বইয়ে দিল বিকেএসপির মেয়েরা। ব্র্যাক ব্যাংক নারী ডেভেলপমেন্ট কাপ হকির চ্যাম্পিয়ন হয়েছে তারা। ফাইনালে কিশোরগঞ্জকে ৮-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা ঘরে তোলে বিকেএসপি।