এবারের জুনিয়র এশিয়া কাপ মূলত বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে এশিয়া থেকে মোট সাতটি দেশ আগামী বছর ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত জুনিয়র হকি বিশ্বকাপে জায়গা করে নেবে। স্বাগতিক দেশ ভারত সরাসরি খেলবে, তাই এশিয়া থেকে বাকি ৬টি দেশ এই আসরে প্রতিযোগিতা করছে।
বাংলাদেশের দল ‘পুল-বি’তে অবস্থান করছে, যেখানে তারা প্রথম ম্যাচে ওমানকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল। কিন্তু পরবর্তী ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে যাওয়ায় শঙ্কা তৈরি হয়েছিল। তবে মালয়েশিয়ার বিপক্ষে ড্র করে বাংলাদেশের কোচ মওদুদুর রহমান শুভ দারুণ আশাবাদী।
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখলেও, প্রথম মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে থেমে না থেকে দ্বিতীয় কোয়ার্টারে আমিরুলের পিসি গোলে সমতায় ফেরে তারা। এরপর তৃতীয় কোয়ার্টারে রকির ফিল্ড গোলের মাধ্যমে লিড নেয় বাংলাদেশ। কিন্তু শেষ কোয়ার্টারে মালয়েশিয়া পেনাল্টি কর্নারে গোল করে ম্যাচে সমতা আনে। শেষ পর্যন্ত গোলের কোনো পরিবর্তন না ঘটলে ২-২ ড্র করে ম্যাচটি শেষ হয়।
ম্যাচের পর বাংলাদেশের গোলকিপার মো. নয়নকে ম্যাচ সেরা হিসেবে নির্বাচিত করা হয়, যিনি দুর্দান্ত গোলকিপিং করে বাংলাদেশকে হারের হাত থেকে রক্ষা করেন। বাংলাদেশের কোচ মওদুদুর রহমান শুভ জানিয়েছেন, ‘‘ছেলেরা ভালো খেলেছে। আমাদের লক্ষ্য এখন চীনের সাথে ভালো খেলা। ম্যাচটা জিততে পারলে আমরা বিশ্বকাপের খুব কাছাকাছি চলে যাবো। তাই ওই ম্যাচটা নিয়ে ভাবছি আমরা। দলের সাবাই ভালো অবস্থায় রয়েছে, ফিট রয়েছে। আশা করি ভালো কিছু হবে।’’
গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা চীনের সাথে আগামী রোববার (আগামীকাল) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। চীনের সাথে ভালো ফল পাওয়ার মাধ্যমে বাংলাদেশ বিশ্বকাপের স্বপ্ন পূরণের দিকে আরও একধাপ এগিয়ে যেতে পারে।