চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকতে থাকে চেন্নাই সুপার কিংস। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৫৮ রানেই আটকে যায় তারা। বিজয় শঙ্করের একার লড়াই, আর ধোনির শেষ মুহূর্তের চেষ্টাও দলকে হার থেকে বাঁচাতে পারেনি।
চেন্নাইয়ের ইনিংস শুরুতেই ধাক্কা খায়। রাচিন রাবিন্দ্রা মাত্র ৩ রান, কনওয়ে ১৩ রান, আর অধিনায়ক ঋুতুরাজ গায়কোয়াড় মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন। মিডল অর্ডারে একটু স্থিরতা ফেরান বিজয় শঙ্কর, ৫৪ বলে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে। ধোনি শেষ দিকে চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি, অপরাজিত থাকেন ২৬ বলে ৩০ রান করে। তবুও ২৫ রানের ব্যবধানে ম্যাচ হেরে যায় চেন্নাই।
এর আগে দিল্লির ব্যাটিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন লোকেশ রাহুল, ৫১ বলে ৭৭ রান করেন তিনি। অভিষেক পোড়েল ৩৩ রান করে দলের স্কোর বড় করতে সহায়তা করেন। এই জয়ে তিন ম্যাচে টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে দিল্লি ক্যাপিটালস। অপরাজিত থাকা আরেক দল পাঞ্জাব কিংস ৪ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। চেন্নাই সুপার কিংস ৪ ম্যাচে মাত্র ১টি জয় পেয়েছে, ২ পয়েন্ট নিয়ে রয়েছে অষ্টম স্থানে।
দলগত দিক দিয়ে শক্তিশালী দল হয়েও ধারাবাহিকতা না থাকায় চেন্নাইয়ের অবস্থা এবার বেশ নড়বড়ে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস নিজেদের রূপে ফিরছে আগেভাগেই, এবং এই জয়ের ধারা অব্যাহত থাকলে তারা আসর জয়ের বড় দাবিদার হয়ে উঠতে পারে।