পুরস্কার বিতরণী ও প্রধান অতিথি
বৃহস্পতিবার সকালে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসানও উপস্থিত ছিলেন।
বিভিন্ন বিভাগে বিজয়ীরা
বালিকা বিভাগ:
অনূর্ধ্ব-১২: চ্যাম্পিয়ন মানভা (বিকেএসপি), রানার-আপ আসফি
অনূর্ধ্ব-১৪: চ্যাম্পিয়ন ঊশা (বিকেএসপি), রানার-আপ মাস্তরা আফরিন (প্রো টেনিস একাডেমি)
অনূর্ধ্ব-১৬: চ্যাম্পিয়ন জান্নাতুল ফেরদৌস (বিকেএসপি), রানার-আপ ইয়ানা কোরেশি (নওগাঁ টেনিস ক্লাব)
অনূর্ধ্ব-১৮: চ্যাম্পিয়ন সুবর্ণা খাতুন (বিকেএসপি), রানার-আপ মাসুদা আক্তার
বালক বিভাগ:
অনূর্ধ্ব-১২: চ্যাম্পিয়ন জুবায়ের (বিকেএসপি), রানার-আপ আল রাফি (মানিকগঞ্জ টেনিস ক্লাব)
অনূর্ধ্ব-১৪: চ্যাম্পিয়ন কাব্য গায়েন (বিকেএসপি), রানার-আপ সাবির ইসলাম
অনূর্ধ্ব-১৬: চ্যাম্পিয়ন তুষার (বিকেএসপি), রানার-আপ আলিফ
অনূর্ধ্ব-১৮: চ্যাম্পিয়ন জারিফ আবরার (বাংলাদেশ টেনিস ফেডারেশন), রানার-আপ মো. সায়েম
বালক দ্বৈত:
চ্যাম্পিয়ন জারিফ আবরার ও মো. সায়েম (বাংলাদেশ টেনিস ফেডারেশন), রানার-আপ ছবিদ বড়ুয়া জয় ও মালেক বিন মাহাত (বিকেএসপি)
প্রতিযোগিতায় অংশগ্রহণ
৫ দিনব্যাপী এই প্রতিযোগিতায় ২৪টি দলের ১১২ জন তরুণ-তরুণী অংশ নেন। দলগুলোর মধ্যে ছিল বাংলাদেশ টেনিস ফেডারেশন, ধানমন্ডি টেনিস ক্লাব, রাজশাহী টেনিস কমপ্লেক্স, নওগাঁ টেনিস ক্লাব, সিলেট টেনিস ক্লাব, গুলশান ক্লাবসহ দেশের বিভিন্ন জেলার দল।
রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে সমাপ্ত হলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। সাতদিনব্যাপী এই আন্তর্জাতিক আসরে ১২টি দেশের ৭৫ জন তরুণ প্রতিভাবান খেলোয়াড় অংশ নেন, যেখানে শেষ পর্যন্ত একক শিরোপা যায় থাইল্যান্ড ও ভারতের ঝুলিতে।
ইউএস ওপেনের ফাইনালে আবারও কার্লোস আলকারাজের কাছে হার মানলেন ইয়ানিক সিনার। রোববার নিউইয়র্কে অনুষ্ঠিত লড়াইয়ে স্প্যানিশ তারকার কাছে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে পরাজয়ের সঙ্গে সঙ্গে হারালেন বিশ্ব এক নম্বরের আসনও।
নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে রেকর্ড ছুঁয়ে নতুন ইতিহাস লিখলেন ইয়ানিক সিনার। সেমিফাইনালে কানাডার ২৫ নম্বর বাছাই ফেলিক্স অগার আলিয়াসিমকে ৬-১, ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে টানা পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছে গেলেন এই ইতালিয়ান তারকা। চলতি মৌসুমে এটি তার চতুর্থ ফাইনালও।
ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে দুর্দান্ত টেনিস উপহার দিলেন ইয়ানিক সিনার। নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে আলেকজান্ডার বুবলিককে একেবারে উড়িয়ে দিয়ে শেষ আটে জায়গা করে নিলেন বিশ্ব এক নম্বর। সরাসরি সেটে ৬-১, ৬-১, ৬-১ গেমে জিতে মাত্র ১ ঘণ্টা ২১ মিনিটে নিজের দ্রুততম গ্র্যান্ড স্ল্যাম জয় নিশ্চিত করেন সিনার।
ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে প্রথম সেট হারিয়েও ঘুরে দাঁড়ালেন নোভাক জোকোভিচ। আর্থার অ্যাশ স্টেডিয়ামে আমেরিকান প্রতিপক্ষ জ্যাকারি সভাজদাকে ৬-৭ (৫-৭), ৬-৩, ৬-৩, ৬-১ গেমে হারিয়ে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে জায়গা করে নেন ২৪ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই সার্বিয়ান তারকা।
ইউএস ওপেনের প্রথম রাউন্ডে দুর্দান্ত শুরু করেছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার। নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্রের ভিত কপ্রিভাকে সরাসরি সেটে ৬-১, ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দেন তিনি।
৩৮ বছর বয়সেও নতুন ইতিহাস গড়ার দৌড়ে আছেন নোভাক জকোভিচ। ইউএস ওপেনে লড়ছেন নিজের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার খোঁজে। রোববার নিউইয়র্কে প্রথম রাউন্ডে জয় দিয়ে যাত্রা শুরু করেছেন সার্বিয়ান এই কিংবদন্তি, তবে ম্যাচ শেষে শারীরিক সক্ষমতা নিয়ে প্রকাশ করেছেন শঙ্কা।
উইম্বলডনের ঘাসে ফাইনালের হারটা কার্লোস আলকারাজের হৃদয়ে লাগলেও, সেটা তাকে ভেঙে ফেলতে পারেনি। বরং নতুন করে গুছিয়ে নিচ্ছেন নিজেকে, চ্যালেঞ্জ নিতে তৈরি হচ্ছেন সিনসিনাটি মাস্টার্সে—নতুন লক্ষ্য, নতুন প্রেরণায়।