টেনিস

বিকেএসপি কাপ টেনিসে দুর্দান্ত সাফল্য, ৭ ইভেন্টে চ্যাম্পিয়ন বিকেএসপি

বিকেএসপিতে শেষ হয়েছে বিকেএসপি কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৫। এবারের আসরে ৯টি ইভেন্টের মধ্যে ৭টিতেই চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বিকেএসপি।
ডেস্ক রিপোট
·৬:৫৭ অপরাহ্ন, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ·মাত্র মিনিট
বিকেএসপি কাপ টেনিসে দুর্দান্ত সাফল্য, ৭ ইভেন্টে চ্যাম্পিয়ন বিকেএসপি

পুরস্কার বিতরণী ও প্রধান অতিথি

বৃহস্পতিবার সকালে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসানও উপস্থিত ছিলেন।

বিভিন্ন বিভাগে বিজয়ীরা

বালিকা বিভাগ:

অনূর্ধ্ব-১২: চ্যাম্পিয়ন মানভা (বিকেএসপি), রানার-আপ আসফি

অনূর্ধ্ব-১৪: চ্যাম্পিয়ন ঊশা (বিকেএসপি), রানার-আপ মাস্তরা আফরিন (প্রো টেনিস একাডেমি)

অনূর্ধ্ব-১৬: চ্যাম্পিয়ন জান্নাতুল ফেরদৌস (বিকেএসপি), রানার-আপ ইয়ানা কোরেশি (নওগাঁ টেনিস ক্লাব)

অনূর্ধ্ব-১৮: চ্যাম্পিয়ন সুবর্ণা খাতুন (বিকেএসপি), রানার-আপ মাসুদা আক্তার

বালক বিভাগ:

অনূর্ধ্ব-১২: চ্যাম্পিয়ন জুবায়ের (বিকেএসপি), রানার-আপ আল রাফি (মানিকগঞ্জ টেনিস ক্লাব)

অনূর্ধ্ব-১৪: চ্যাম্পিয়ন কাব্য গায়েন (বিকেএসপি), রানার-আপ সাবির ইসলাম

অনূর্ধ্ব-১৬: চ্যাম্পিয়ন তুষার (বিকেএসপি), রানার-আপ আলিফ

অনূর্ধ্ব-১৮: চ্যাম্পিয়ন জারিফ আবরার (বাংলাদেশ টেনিস ফেডারেশন), রানার-আপ মো. সায়েম

বালক দ্বৈত: 

চ্যাম্পিয়ন জারিফ আবরার ও মো. সায়েম (বাংলাদেশ টেনিস ফেডারেশন), রানার-আপ ছবিদ বড়ুয়া জয় ও মালেক বিন মাহাত (বিকেএসপি)

প্রতিযোগিতায় অংশগ্রহণ

৫ দিনব্যাপী এই প্রতিযোগিতায় ২৪টি দলের ১১২ জন তরুণ-তরুণী অংশ নেন। দলগুলোর মধ্যে ছিল বাংলাদেশ টেনিস ফেডারেশন, ধানমন্ডি টেনিস ক্লাব, রাজশাহী টেনিস কমপ্লেক্স, নওগাঁ টেনিস ক্লাব, সিলেট টেনিস ক্লাব, গুলশান ক্লাবসহ দেশের বিভিন্ন জেলার দল।

✨ ট্রেন্ডিং টপিক

View all

🎯 সর্বশেষ খবর

View all