রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লেন ইয়ানিক সিনার
এক মাস আগেই প্যারিসে হৃদয়ভাঙা অভিজ্ঞতা হয়েছিল ইয়ানিক সিনারের। ফরাসি ওপেনের রোমাঞ্চকর ফাইনালে প্রথম দুই সেট জিতেও হেরে গিয়েছিলেন কার্লোস আলকারাজের কাছে। এবার সময়ের ব্যবধানে সেই আক্ষেপের জবাব দিলেন অল ইংল্যান্ড ক্লাবের ঘাসে। আলকারাজকে হারিয়ে উইম্বলডনের মুকুট ছিনিয়ে নিলেন ইতালিয়ান তারকা।রোববার পুরুষ এককের ফাইনালে চার সেটের লড়াইয়ে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে দ্বিতীয় বাছাই আলকারাজকে হারিয়ে প্রথমবার উইম্বলডন জিতলেন সিনার। এটি তার চতুর্থ গ্র্যান্ডস্ল্যাম শিরোপা। এর আগে দুবার অস্ট্রেলিয়ান ওপেন (২০২৪, ২০২৫) ও একবার ইউএস ওপেন (২০২৪) জয় করেছিলেন তিনি।
ম্যাচের শুরুটা আলকারাজের দখলে গেলেও এরপরই দৃঢ় প্রত্যয় দেখান সিনার। অসাধারণ কনসিস্টেন্সি, মেজাজ ধরে রাখা ও কৌশলী টেনিসে ম্যাচের রাশ নিজের করে নেন বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা।
সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত দুই তরুণ তারকা সিনার ও আলকারাজ। যেখানে গ্র্যান্ডস্ল্যামের আধিপত্য মূলত তাদেরই। গত সাতটি গ্র্যান্ডস্ল্যামের চারটি জিতেছেন সিনার, বাকি তিনটি আলকারাজ। ফেদেরার-নাদাল-জোকোভিচের পর যুগ বদলের বার্তা দিয়ে যাচ্ছেন তারা।
সিনার ও আলকারাজের মধ্যে ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতাও দিন দিন জমে উঠছে। গত পাঁচ ম্যাচে আলকারাজের কাছে হারা সিনার এবার ঘুরে দাঁড়িয়ে প্রমাণ করে দিলেন, তিনিও শীর্ষে থাকার যোগ্য। ম্যাচ শেষে আবেগাপ্লুত সিনার বলেন, "এটা একেবারেই বিশেষ অনুভূতি। উইম্বলডন জেতার স্বপ্ন আমি বহু বছর ধরে দেখে এসেছি, আজ তা বাস্তব হলো।"
অন্যদিকে, উইম্বলডনে টানা তৃতীয় শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ ছিলেন আলকারাজ। তবুও তিনি কৃতজ্ঞচিত্তে প্রতিপক্ষের সাফল্যকে স্বীকৃতি দেন, "আজ ইয়ানিক দারুণ খেলেছে। সে নিঃসন্দেহে এই জয় এবং শিরোপার যোগ্য।"
উন্মুক্ত যুগে মাত্র পঞ্চম খেলোয়াড় হিসেবে টানা তিনবার উইম্বলডন জেতার সুযোগ পেয়েও তা হাতছাড়া হলো আলকারাজের। তবে এই হার দুই তরুণের দ্বৈরথকে আরও প্রাণবন্ত করে তুলবে নিঃসন্দেহে।