এ মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৯ জন নিহত এবং ১৫০ জনের বেশি আহত, যাদের অধিকাংশই শিশু।
ঘটনার ভয়াবহতায় স্তব্ধ পুরো জাতি। ক্রীড়া অঙ্গনেও নেমে এসেছে গভীর শোকের ছায়া।
📌 বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানায়—
"ঢাকার মিলস্টোন কলেজ এলাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণহানি ও হতাহতের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আহত ও ক্ষতিগ্রস্তদের জন্য আমাদের হৃদয়ের গভীর প্রার্থনা ও শুভকামনা।"
📌 বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেন—
"এই হৃদয়বিদারক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই জাতীয় ট্র্যাজেডি আমাদের সকলের জন্য বেদনার সময়। বিদেহী আত্মারা শান্তিতে থাকুক, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।"
📌 বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস লিখেছেন—
"উত্তরা মিলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার খবরে আমরা ব্যথিত। যাঁরা ক্ষতিগ্রস্ত, তাঁদের প্রতি আমাদের ভালোবাসা ও প্রার্থনা। আল্লাহ তাদের শান্তি, আরোগ্য ও শক্তি দিন।"
📌 সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা শোক জানিয়ে লেখেন—
"এই ভয়াবহ দুর্ঘটনা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানাই। ভাষা নেই সহানুভূতি প্রকাশের। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।"
📌 তামিম ইকবাল বলেন—
_"যা হয়েছে, তা প্রচণ্ড বেদনাদায়ক। হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত।"
তিনি গণমাধ্যমকে আহ্বান জানান—
"আহত শিশুদের মুখমণ্ডলের পোড়া ও আঘাতের ছবি অস্পষ্ট করে প্রচার করুন। ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।"
⛅ জাতি আজ একসাথে শোকাচ্ছন্ন। ক্রীড়াঙ্গনের প্রতিটি হৃদয় আজ প্রার্থনায় মগ্ন—প্রার্থনা শিশুদের জন্য, প্রার্থনা আহতদের জন্য, প্রার্থনা এই দুঃসময়ে শক্তি পাবার জন্য।
জাতীয় দলের শুটার কামরুন্নাহার কলিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন। জাতীয় দল ক্যাম্পের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফেডারেশন।
মাত্র ১২ বছর ৯ মাস বয়সেই বিশ্ব সাঁতারে চমক দেখাল চীনের কিশোরী ইউ জিদি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব অ্যাকুয়াটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছে সে। সবচেয়ে কম বয়সী সাঁতারু হিসেবে এই প্রতিযোগিতায় পদক জয়ের কীর্তি গড়েছে জিদি।
পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় বাহিনীর সামরিক হামলাকে সমর্থন জানিয়েছেন ভারতের সাবেক দুই ক্রিকেটার গৌতম গম্ভীর ও আকাশ চোপড়া। তারা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় বাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও সমর্থন জানিয়ে পোস্ট করেছেন।
২০২৪ সালে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ‘স্পোর্টস পারসন অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসপিএ এই সম্মাননা তুলে দেয়।
সিলেটের জাফলংয়ের পাথুরে, আঁকাবাঁকা পাহাড়ি পথে হয়ে গেল "অফ-রোড ট্রেক ট্রেইল মোটো ম্যাডনেস সিজন ২"। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৭৫ জন মোটরসাইকেল রেসার এতে অংশগ্রহণ করেন।
"একতা ও মানবতার জন্য দৌড়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ঢাকার ৩০০ ফুট এলাকায় আয়োজিত এই ম্যারাথনে অংশ নেন প্রায় ১০ হাজার দৌড়বিদ।
মাত্র ১৮ বছর বয়সে ভারতের দাবা প্রতিভা গুকেশ ডোম্মারাজু ইতিহাস গড়লেন। ভেঙে দিলেন গ্যারি কাসপারভের ৩৯ বছরের রেকর্ড, বনে গেলেন দাবার সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২০২৪ ফিদে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন চীনের ডিং লিরেনকে ৭.৫-৬.৫ পয়েন্টে হারিয়ে এই কীর্তি গড়েন গুকেশ।