জাফলংয়ে পাহাড়ি পথে অফ-রোড মোটরসাইকেল রেসিং প্রতিযোগিতা
সিলেটের জাফলংয়ের পাথুরে, আঁকাবাঁকা পাহাড়ি পথে হয়ে গেল "অফ-রোড ট্রেক ট্রেইল মোটো ম্যাডনেস সিজন ২"। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৭৫ জন মোটরসাইকেল রেসার এতে অংশগ্রহণ করেন।বাংলাদেশ বাইকিং কমিউনিটির আয়োজনে এবং দেশি বাইকারের পার্টনারশিপে দিনব্যাপী এই ট্রেইল রেস দেখতে ১,০০০-এর বেশি নিবন্ধিত দর্শক উপস্থিত হন।
মূল প্রতিযোগিতা ছিল দুই বিভাগে:
✅ ডার্ট বাইক রেসিং
✅ কমিউটার বাইক রেসিং
প্রতিযোগীরা নির্ধারিত ট্রেইলে রেসে অংশ নেন এবং সবচেয়ে কম সময়ে ট্রেইল শেষ করা প্রতিযোগীরা বিজয়ী হন। ডার্ট বাইক ক্যাটাগরিতে ১৫ জনের মধ্যে ৬ জন ও কমিউটার বাইক ক্যাটাগরিতে ৬০ জনের মধ্যে ১২ জন বিজয়ী হন।
আয়োজক এইচ আর হাসিব বলেন, "ছোটবেলা থেকে দেখতাম মোটরসাইকেল নিয়ে মানুষ হাইওয়েতে রেস করে। হাইওয়ে রেস করার জায়গা না কিন্তু বাংলাদেশে মোটো ওয়ান বা মোটো ২ এমন কোন রেসিং প্ল্যাটফর্মও নেই যেহেতু অর্থনৈতিকভাবে আমরা অস্বচ্ছল দেশ। এখানে আমি চেষ্টা করেছি সিলেটের সৌন্দর্যকে কাজে লাগিয়ে একটা ট্রেইল ট্রেক তৈরি করার।"
বাইকারদের প্রতিক্রিয়া:
✔ ঢাকা থেকে আসা বাইকার আব্দুল্লাহ ইশতিয়াক বলেন: "আমরা যারা বাইকার আছি আমরা ট্যুর দিচ্ছি দেশে বিদেশে, কিন্তু কখনো ডার্ট প্র্যাকটিস করিনি। এই প্রথমবার আমরা ডার্টে চালাচ্ছি, ডার্ট প্র্যাকটিস করছি। আমার হিসেবে এটা আসলে আমাদের স্পোর্টস সেগমেন্টে একটা এন্ট্রি থাকা উচিত এবং আমরা যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলেও যেতে পারি।"
✔ কাওয়াসাকি বাইকের লিড রেসার ও ব্র্যান্ড এম্বাসেডর আবু সাঈদ বলেন: "খুবই ভালো আয়োজন, একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ডার্ট রেসের আইডিয়াটা দেশে ধীরে ধীরে পরিণত হচ্ছে। এই ধরণের পাথুরে রাস্তা পুরোপুরি অফরোড ট্রেক ট্রেইল বলতে পারি। এভাবে ধীরে ধীরে স্কিল বিল্ড করে আমরাও একদিন যাতে আন্তর্জাতিক রেসে যেতে পারবো বলে আমার বিশ্বাস।"
রেসিং ইভেন্টের পাশাপাশি রয়্যাল এনফিল্ড, সিএফ মোটরস ও ইয়ামাহা মোটরসাইকেলের টেস্ট ড্রাইভের ব্যবস্থা ছিল, যেখানে শত শত বাইকার তাদের পছন্দের বাইক চালিয়ে দেখার সুযোগ পান।
সম্পর্কিত পোস্ট
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শুটার কলিকে সাময়িক বরখাস্ত
জাতীয় দলের শুটার কামরুন্নাহার কলিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন। জাতীয় দল ক্যাম্পের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফেডারেশন।
স্কুলছাত্রী থেকে চ্যাম্পিয়ন — ১২ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতল জিদি
মাত্র ১২ বছর ৯ মাস বয়সেই বিশ্ব সাঁতারে চমক দেখাল চীনের কিশোরী ইউ জিদি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব অ্যাকুয়াটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছে সে। সবচেয়ে কম বয়সী সাঁতারু হিসেবে এই প্রতিযোগিতায় পদক জয়ের কীর্তি গড়েছে জিদি।
উত্তরা বিমান দুর্ঘটনায় ক্রীড়াঙ্গনের গভীর শোক
আজ দুপুরে রাজধানীর উত্তরার মিলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।
ভারতের হামলার পক্ষে গম্ভীর-চোপড়া, সমর্থন 'অপারেশন সিঁদুর'-এ
পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় বাহিনীর সামরিক হামলাকে সমর্থন জানিয়েছেন ভারতের সাবেক দুই ক্রিকেটার গৌতম গম্ভীর ও আকাশ চোপড়া। তারা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় বাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও সমর্থন জানিয়ে পোস্ট করেছেন।
বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ, ভোটে বাজিমাত ঋতুপর্ণার
২০২৪ সালে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ‘স্পোর্টস পারসন অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসপিএ এই সম্মাননা তুলে দেয়।
১০ হাজার দৌড়বিদ নিয়ে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত
"একতা ও মানবতার জন্য দৌড়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ঢাকার ৩০০ ফুট এলাকায় আয়োজিত এই ম্যারাথনে অংশ নেন প্রায় ১০ হাজার দৌড়বিদ।
গ্যারি কাসপারভের রেকর্ড ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ
মাত্র ১৮ বছর বয়সে ভারতের দাবা প্রতিভা গুকেশ ডোম্মারাজু ইতিহাস গড়লেন। ভেঙে দিলেন গ্যারি কাসপারভের ৩৯ বছরের রেকর্ড, বনে গেলেন দাবার সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২০২৪ ফিদে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন চীনের ডিং লিরেনকে ৭.৫-৬.৫ পয়েন্টে হারিয়ে এই কীর্তি গড়েন গুকেশ।