প্রথম সেট জিতে এগিয়ে ছিলেন আলকারাজ, কিন্তু দ্বিতীয় সেট থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকেন জোকোভিচ। তিন ঘণ্টা ৩৭ মিনিটের এই লড়াইয়ে দ্বিতীয় গেমেই আলকারাজের সার্ভিস ব্রেক করে ম্যাচে নিজের অভিজ্ঞতার পরিচয় দেন জোকোভিচ। শেষ পর্যন্ত ম্যাচে জয় তুলে নেন সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী এই কিংবদন্তি। সেমিফাইনালে তার প্রতিপক্ষ জার্মান তারকা আলেক্সান্দার জভেরভ।
এই হারে সবচেয়ে কম বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগ হারালেন আলকারাজ। টেনিসের নতুন রাজা হওয়ার পথে থাকা এই স্প্যানিয়ার্ড ইতোমধ্যে উইম্বলডনসহ মোট চারটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। তবে জোকোভিচের অভিজ্ঞতার সামনে আরও পরিণত হতে হবে তাকে।
এবারের অস্ট্রেলিয়ান ওপেন জিতলে ২৫টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা নিয়ে ইতিহাসে এককভাবে শীর্ষে উঠে যাবেন জোকোভিচ। এই মুহূর্তে নারী টেনিসের রানী মার্গারেট কোর্টের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী হিসেবে আছেন তিনি।