টেনিস

অস্ট্রেলিয়ান ওপেন কোয়ার্টারে জোকোভিচ

চেক বাছাই জিরি লেহেকার বিপক্ষে কঠিন পরীক্ষার পর অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন নোভাক জোকোভিচ। রবিবার ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৪) গেমে জয় তুলে নিয়ে সার্বিয়ান তারকা নিশ্চিত করেছেন কার্লোস আলকারাজের বিপক্ষে শেষ আটের লড়াই।
ডেস্ক রিপোট
·৩:৩২ অপরাহ্ন, ১৯ জানুয়ারি, ২০২৫ ·মাত্র মিনিট
অস্ট্রেলিয়ান ওপেন কোয়ার্টারে জোকোভিচ

দর্শকদের দুয়ো উপেক্ষা করে লেহেকার বিপক্ষে জয় পেলেও, ম্যাচটি সহজ ছিল না। বিশেষ করে জমজমাট চতুর্থ সেটে তাকে ভালো চ্যালেঞ্জ জানান লেহেকা। তবে নিজের অভিজ্ঞতা এবং মানসিক দৃঢ়তা কাজে লাগিয়ে ম্যাচ নিজের নিয়ন্ত্রণে রাখেন জোকোভিচ।

কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ আলকারাজ, যার কাছে গত দুটি উইম্বলডন ফাইনালে হেরেছিলেন জোকোভিচ। তবে প্যারিস অলিম্পিকে আলকারাজকে হারিয়ে স্বর্ণ জেতা জোকোভিচ এটিকে তার ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখছেন।

২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন জোকোভিচ। তার এই যাত্রায় শেষ আটে আলকারাজের বিপক্ষে ম্যাচটি হতে পারে আরেকটি উত্তেজনাপূর্ণ অধ্যায়।



✨ ট্রেন্ডিং টপিক

View all

🎯 সর্বশেষ খবর

View all