ম্যাচের বিশ্লেষণ:
প্রথম সেটে শুরু থেকেই জভেরেভকে চাপের মধ্যে রেখে ৬-৩ ব্যবধানে জিতে নিয়েছিলেন সিনার। দ্বিতীয় সেটে জভেরেভের প্রতিরোধ দেখা গেলেও টাইব্রেকারে ৭-৬ (৭-৪) ব্যবধানে সেট নিজের করে নেন সিনার। তৃতীয় সেটে আবারও নিজের দাপট দেখিয়ে ৬-৩ ব্যবধানে ম্যাচ শেষ করেন তিনি।
এই জয়ে ইয়ানিক সিনার ক্যারিয়ারের প্রথম তিন গ্র্যান্ড স্লাম ফাইনালেই শিরোপা জিতে এক অনন্য হ্যাটট্রিক করেন।
রাফায়েল নাদালের পর তিনিই প্রথম খেলোয়াড় যিনি প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা ধরে রাখার কীর্তি গড়লেন।
উন্মুক্ত যুগে অষ্টম খেলোয়াড় হিসেবে প্রথম তিনটি ফাইনালেই শিরোপা জয়ের রেকর্ড করলেন।
অন্যদিকে, ক্যারিয়ারের তিনটি গ্র্যান্ড স্লাম ফাইনালেই রানার্সআপ হয়ে থাকতে হলো আলেকজান্ডার জভেরেভকে।
ইতালিয়ান টেনিসের জন্য এটি গর্বের মুহূর্ত। আর সিনারের এই জয় তাকে আধুনিক টেনিসের অন্যতম উদীয়মান তারকা হিসেবে আরও উচ্চতায় নিয়ে গেল।